বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।
সোমবার (৬ নভেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলা সদরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে একটি সমাবেশ হয়।
সমাবেশে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়।এ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হরতালের নামে দাউদকান্দিতে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে। যানবাহনে অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া।
এদিকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন,কুমিল্লা জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা জেবু, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, সাবেক জেলা ছাত্র লীগ নেতা মামুন আহমেদ, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন প্রমুখ।
Last Updated on November 6, 2023 10:45 pm by প্রতি সময়