# প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইলফটো।
‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা।বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’
৪৫ সেকেন্ডের অডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে মোবাইল ফোনে এভাবেই ভেসে আসে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় প্রধনামন্ত্রী এরপর বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘করোনাভাইরাস আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে, কিন্তু তারপরও আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সকলকে স্বাস্থ্যনির্দেশনা মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, ‘আমরা এই দেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।’
অডিও বার্তাটির শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভালো থাকুন, সুস্থ থাকুন।’
এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গণমাধ্যমকে জানান, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ইতোমধ্যেই মোবাইল ফোন অপারেটরগুলো প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রেরণ করা শুরু করেছেন এবং এটি ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। মোবাইল ফোন অপারেটরগুলোর একত্রে অডিও বার্তা প্রেরণের সক্ষমতা নেই, যে কারণে এটা পর্যায়ক্রমে প্রেরণ করা হচ্ছে।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 15, 2020 10:51 am by প্রতি সময়