কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, কুমিল্লা সদর উপজেলার গ্রামীণ জনপদের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বামইল স্কুল এন্ড কলেজ। এখানে অনেক মেধা সম্পন্ন শিক্ষক রয়েছেন। যাদের একজন হলেন জ্ঞানী, মেধাবী ও দায়িত্বশীল শিক্ষক পুলিন চন্দ্র সরকার।যিনি নিষ্ঠার সঙ্গেএই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।অবসরজনিত কারণে এই গুণী শিক্ষক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন।আজকে এই গুণী, শ্রদ্ধাভাজন শিক্ষককে সংবর্ধনা দিতে পেরে বামইল স্কুল এন্ড কলেজ পরিবার নিজেদের গর্বিত মনে করছে। অধ্যক্ষ পুলিন চন্দ্র সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৯ বছরের শিক্ষকতা জীবনে প্রমাণ করেছেন- সুশিক্ষিত শিক্ষক ছাড়া শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটেনা। অধ্যক্ষ পুলিন চন্দ্র সরকারের কর্মনিষ্ঠতার পথ ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানের আগামীর পথচলা আরও শাণিত হয়ে উঠবে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অধ্যক্ষ পুলিন চন্দ্র সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ গর্ভনিংবডির সভাপতির বক্তব্যে এসব কথ বলেন অ্যাডভোকেট টুটুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান, কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ভক্ত রঞ্জন কর্মকার।অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক জিয়াউল ইসলাম জীবন।
অধ্যক্ষ পুলিন চন্দ্র সরকার সুনামের সঙ্গে শিক্ষকতা শেষে ২৭ আগস্ট শুক্রবার চাকুরী জীবন থেকে অবসর নিচ্ছেন। বৃহস্পতিবার কলেজ গর্ভনিংবডি ও শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিদ্যায় স্নাতকোত্তর পুলিন চন্দ্র সরকার ১৯৮৬ সালের ৪ অক্টোবর বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজে প্রভাষক রসায়ন বিদ্যা পদে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০১২ সালের ২৫ জুলাই বামইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 26, 2021 9:23 pm by প্রতি সময়