বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিচার ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বাড়ছে : জেলা ও দায়রা জজ বুড়িচংয়ে ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৫ কি. মি. যানজট -স্নান উৎসবে যাওয়ার পথে যানজটে আটকা পড়া একটি গ্রুপের দুপুরের রান্না মহাসড়কের পাশে সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে উষা জেগে উঠবে প্রতিবাদী হয়ে : ‍কুমিল্লার বুড়িচংয়ে অভিষেক অনুষ্ঠানে বক্তারা

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

নান্দনিক এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে বুড়িচং উপজেলায় ‘উষা’ ছাত্রসমাজের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে।  এ সংগঠন এ উপজেলার কেবল ছাত্রসমাজেরই নয়, এখানকার সাধারণ মানুষের কল্যাণেও কাজ করবে।

বুধবার (২ সেপ্টেম্বর)  সকালে  বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচং উপজেলার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের অরাজনৈতিক সংগঠন ‘অর্গানাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্ট -উষা’র নবগঠিত ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র শরিফুল ইসলাম শাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহি অফিসার ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ  মশিউর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বুড়িচং উপজেলা সমিতির  সভাপতি এমএ মতিন এমবিএ। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও উষা’র সাবেক সভাপতি ড. মোহাম্মদ সোলায়মান, বুড়িচং শাখার  অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক ও উষা’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ।

অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সংগঠন উষার সৃজনশীল কাজগুলোর পরিধি গোটা উপজেলাতেই ছড়িয়ে দিতে হবে।  সমাজের ভাল কাজের প্রতি উষার সম্পর্ক হবে গভীর থেকে গভীরতম।  আর সকল অন্যায়, অনিয়ম, অসঙ্গতির বিরুদ্ধে উষা জেগে উঠবে প্রতিবাদী হয়ে।  এসংগঠনে যারা আছে তারা সবাই দেশের উচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী।  তাই তাদের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি।  তারা তাদের মেধা মননে দেশ ও সমাজকে আলোকিত করে তুলবে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলবে উষার পথচলার মধ্যদিয়ে।

সংগঠনের  সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ খান এবং প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মুছাদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম।সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণার সাথে সঙ্গতি রেখে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত বাকশিমুল ইউনিয়ন কমিটির সহ-সভাপতি তানভীর হোসেনের নবগঠিত ৯টি ইউনিয়ন কমিটিকে ফুলের তোড়া দিয়ে অভিষিক্ত করেন অনুষ্ঠানের অতিথি এবং আলোচকবৃন্দ। নবগঠিত নয়টি ইউনিয়ন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা  বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়ন কমিটির সভাপতি মিসবাহুল বারী, বাকশীমূল ইউনিয়ন কমিটির সভাপতি আহমেদ উল্লাহ, রাজাপুর ইউনিয়ন কমিটির সভাপতি খন্দকার মাজহারুল ইসলাম, ষোলনল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জাকির বিন আলম,পীরযাত্রাপুর ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মোকাম ইউনিয়ন কমিটির সভাপতি জাহিদ হাসান, ময়নামতি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, দক্ষিণ ভারেল্লা ইউনিয়ন কমিটির সভাপতি শাহপরান, উত্তর ভারেল্লা ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ শফিউল্লাহ।

নবগঠিত ইউনিয়ন কমিটির সাফল্য ও করণীয় বিষয়ে উপদেশ মূলক বক্তব্য রাখেন উষা’র বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক গৌরব ভট্টাচার্য। সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন  বশির আল হেলাল, সালাউদ্দিন মিশন, বি এম মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।

# দেশবিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

Last Updated on September 2, 2020 3:58 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102