রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার নতুন কমিটি সাংবাদিক রিপন আহমেদ ভুঁইয়ার ইন্তেকাল দাউদকান্দিতে ডাকাতি ছিনতাই ও মাদক মামলার আসামি খুন হোমনার ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন,ঘাতক গ্রেফতার মুরাদনগরের ইউএনও সিফাত উদ্দিনের অপসারণ দাবী পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করছে ভারত চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সহ ৩৫ জনের নামে মামলা নগরীর চকবাজারে দোকানঘর দখলের অভিযোগ  শ্বাসরোধ ও মাথায় আঘাত করে মা ও ছেলেসহ তিনজনকে হত্যা সাবেক এমপি বাহারের নামে আরও একটি মামলা শেখ হাসিনা দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু ধ্বংস করেছেন : রুহুল কবির রিজভী বন্যার পানি সরে যাচ্ছে, দেখা মিলছে ঘরের, বাড়ছে দুশ্চিন্তা আত্মগোপনে থাকার পর হঠাৎ প্রকাশ্যে এসে নগর যুবলীগ ক্যাডার জনুর ত্রাস, গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ ছাত্রলীগ নেতার মামলায় ডা. প্রাণ গোপাল সহ ১৯ জন আসামি কুমিল্লার ১৪ উপজেলায় কমছে বন্যার পানি, ভেসে উঠছে রাস্তাঘাট বাড়িঘরের ক্ষত বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে : কুমিল্লায় মির্জা ফখরুল ভয়াবহ বন্যায় কুমিল্লার কৃষি মৎস্য ও প্রাণী খাতে ক্ষতির পরিমাণ ১৬৫০ কোটি টাকা মুরাদনগরে কিশোরীর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ধুম্রজাল কুমিল্লায় ‘পরিবার লীগ’ কালচারের অবসান

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ দেখা হয়েছে

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলা দল।

শুক্রবার (১ ডিসেম্বর) কুমিল্লা স্টেডিয়ামে কুমিল্লাা জেলা দল ও ফেনী জেলা দলের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ ম্যাচে ফেনী জেলা দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছাসিত ও আনন্দিত কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

এর অগে গত মঙ্গলাবার প্রথম সেমি ফাইনালে চট্টগ্রাম জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে কুমিল্লা জেলা দল।

 

শুক্রবার ফাইনালে ফেনী জেলা দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪২ ওভার ৩ বল খেলে ৯২ রানে অলআউট হয় ফেনী জেলা দল। কুমিল­া জেলার পক্ষে মুশফিকুর ৯ ওভার বল করে ১৬ রান দিয়ে ৫টি উইকেট নেয়। ৯৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৪ বল খেলে ৫ উইকেটে জয় পায় কুমিল্লা জেলা দল। ম্যান অফ দ্যা ফাইনাল হয় কুমিল্লা জেলা দলের মুশফিকুর।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর কুমিল্লা ভেন্যুর খেলা গত ১৫ নভেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধন হয়।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল ও রানার্সআপ ফেনী জেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর শামিম ফারুকী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, ফেনী জেলা দলের কোচ রিয়াজ উদ্দিন রবিন, কুমিল্লা জেলা দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির। ফাইনাল ম্যাচে আম্পায়ার ছিলেন কাজী শামিম ও আল আমিন ভূইয়া।

Last Updated on December 1, 2023 10:56 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102