সুশিক্ষা ও অসচেতনতার কারণে সমাজে মাদক, ধর্ষণ, বাল্যবিবাহসহ নানা অসঙ্গতি, অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এ থেকে উত্তরণের জন্য সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। সকল অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম গ্রামে অনুষ্ঠিত সামাজিক সচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. শাহা কামালের সভাপতিত্বে ও দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই ডালিম কুমার মজুমদার সঞ্চালনায় ওসি মোজাম্মেল হক আরও বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি প্রতিরোধে বুড়িচং থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওইসব বিষয়ে কোন ছাড় নেই। কঠোর হস্তে এসব দমন করা হবে। সমাজের সকল অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ আলী আক্কাস, এডভোকেট মোঃ রেজাউল করিম, মোঃ ফারুক আহাম্মাদ, কাউসার আহাম্মাদ, ফরিদ খান মেম্বার, জামাল খাঁন মেম্বার, সালাহ উদ্দিন, তাজুল ইসলাম খান, মাওলানা মোজাম্মেল হক, শের আলী, মাওলানা মনিরুল ইসলাম ও ডা. কামাল হোসেন খান, এসআই মফিজুল ইসলাম, এএসআই জহিরুল ইসলাম প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 17, 2020 8:29 pm by প্রতি সময়