রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার নতুন কমিটি সাংবাদিক রিপন আহমেদ ভুঁইয়ার ইন্তেকাল দাউদকান্দিতে ডাকাতি ছিনতাই ও মাদক মামলার আসামি খুন হোমনার ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন,ঘাতক গ্রেফতার মুরাদনগরের ইউএনও সিফাত উদ্দিনের অপসারণ দাবী পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করছে ভারত চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সহ ৩৫ জনের নামে মামলা নগরীর চকবাজারে দোকানঘর দখলের অভিযোগ  শ্বাসরোধ ও মাথায় আঘাত করে মা ও ছেলেসহ তিনজনকে হত্যা সাবেক এমপি বাহারের নামে আরও একটি মামলা শেখ হাসিনা দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু ধ্বংস করেছেন : রুহুল কবির রিজভী বন্যার পানি সরে যাচ্ছে, দেখা মিলছে ঘরের, বাড়ছে দুশ্চিন্তা আত্মগোপনে থাকার পর হঠাৎ প্রকাশ্যে এসে নগর যুবলীগ ক্যাডার জনুর ত্রাস, গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ ছাত্রলীগ নেতার মামলায় ডা. প্রাণ গোপাল সহ ১৯ জন আসামি কুমিল্লার ১৪ উপজেলায় কমছে বন্যার পানি, ভেসে উঠছে রাস্তাঘাট বাড়িঘরের ক্ষত বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে : কুমিল্লায় মির্জা ফখরুল ভয়াবহ বন্যায় কুমিল্লার কৃষি মৎস্য ও প্রাণী খাতে ক্ষতির পরিমাণ ১৬৫০ কোটি টাকা মুরাদনগরে কিশোরীর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ধুম্রজাল কুমিল্লায় ‘পরিবার লীগ’ কালচারের অবসান

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, মুরাদনগরবাসী উল্লসিত আনন্দ উল্লাস

শাহ আলম জাহাঙ্গীর, স্টাফ রিপোর্টার (মুরাদনগর) কুমিল্লা
  • আপডেট টাইম শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৫ দেখা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলাবাসি আনন্দে উল্লসিত। আসিফ বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের আকুবপুর গ্রামের বাসিন্দা।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেয়ার পর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফেসবুকে প্রশংসায় ভাসতে থাকেন তিনি। ছোট বড় সকলের মুখে আসিফ মাহমুদের নাম। এলাকাবাসীসহ এ উপজেলার মানুষ এখন তাকে নিয়ে গর্বিত।

 

আসিফ ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। মো. বিল্লাল হোসেন মাস্টার ও রোকসানা বেগমের ২য় সন্তান। ২০১৫ সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী। তার পিতা বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার মাতা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফ মাহমুদ তার পিতামাতার একমাত্র পুত্র সন্তান। তার বড় একজন ও ছোট দুই বোন রয়েছে।

 

জানা যায়, পরিবারের সদস্যদের না জানিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া। প্রথমদিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে যে, সে আন্দোলনের সমন্বয়ক। তখন আসিফ মাহমুদকে বাড়িতে ফিরে আসতে অনুরোধ করে বাবা, মা ও বোনেরা। পরিবারের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে আসিফ বলেন, আমার অনেক ভাই-বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন, আমি আন্দোলন থেকে ফিরে আসবো না। হয় গুলি খেয়ে মরবো না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরবো। এরপর থেকেই আসিফ মাহমুদের পরিবারে আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয় বলে জানান তার ছোট বোন ইফাত জাহান লামিয়া।

 

তিনি বলেন, ভাইয়া ৫দিন নিখোঁজের সময় তার মা, বোনসহ পরিবারের সকলের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ঘরে রান্না-বান্নাও হয়নি, বন্ধ থাকে পরিবারের সকলের খাওয়া-দাওয়া। আমরা ঢাকাতে লাশ ঘরে গিয়েও ভাইকে অনেক খুঁজেছি। এখন আন্দোলন সফল হওয়ার আমাদের অনেক ভালো লাগছে। আমরা চাই এমন খুনি, ফ্যাসিবাদী সরকার আর কখনো না আসুক।

 

আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলনে যাওয়ার সংবাদ পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। অজানা আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে প্রতিদিন আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। কিন্তু ১৯ জুলাই তার সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার পর বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেও পাইনি তখন আমরা এক প্রকার দিশেহারা হয়ে যাই। ২৩জুলাই পত্রিকায় খবর প্রকাশ হয় যে আসিফ মাহমুদকে গুম করা হয়েছে। তারপর আমরা শাহবাগ থানায় নিখোঁজের ডায়েরি করতে গেলে দায়িত্বরত ওসি আমাদের জিডি নেয়নি। সেখানে থেকে যাত্রাবাড়ী থানায় যাই সেখানেও একই ভাবে আমাদের ফিরিয়ে দেয় পুলিশ। তারপর ঢাকা মেডিকেলে গিয়ে প্রতিটা ওয়ার্ডে খোঁজ করি কিন্তু আসিফের কোন সন্ধান না পেয়ে হাসপাতালের লাশ ঘরে গিয়ে খোঁজাখুজি করেও পাইনি। তারপর প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে আসিফের গুমের বিষয়টি দেশবাসীকে জানাই। ২৪ জুলাই হাতিরঝিল এলাকায় আসিফ মাহমুদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এসময় তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিলে সেখান থেকে ২৬ জুলাই পুলিশ পরিচয়ে আবারো তাকে তুলে নিয়ে যায়। ২৭ জুলাই ডিবি কার্যালয় থেকে ফোন করে জানায় আপনার ছেলে ডিবি কার্যালয় আছে এসে দেখে যান। আমি আর আসিফের মা সেখানে গিয়ে দেখা করলে তাদেরকে ছেড়ে দিবে বললেও পরে আর ছাড়েনি। ডিবি প্রধান হারুন আমার থেকে ভিডিও রেকর্ড নিতে চেয়েছিলো যে সমন্বয়করা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দিয়েছে কিন্তু আমি রাজি হইনি। ১দিনপর আবারো ফোন করে আমাদের যেতে বলে তখন তাদের গাড়ি দিয়ে আসিফসহ আমাদেরকে বাড়ি পৌঁছে দেয়।

আসিফের পিতা আরও জানান, আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই একরোখা ছিল। যেখানে অন্যায় দেখতো সেখানেই প্রতিবাদ করতো। আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হয়েছেন সে যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারে এজন্য দেশবাসীর নিকট আমি আমার ছেলের জন্য দোয়া চাই।

Last Updated on August 9, 2024 10:50 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102