প্রধান আলোচকের বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান #
পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে কুমিল্লার বুড়িচংয়ের পীর যাত্রাপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লার বুড়িচং উপজেলা পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ও বুড়িচং থানার যৌথ উদ্যোগে অপরাধ প্রতিরোধে জনগনের সম্পৃক্ততা বাড়াতে এবং মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান।
পীর যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহেরের সভাপতিত্বে ও বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাসুদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইউপি আওয়ামী লীগের এর সাবেক সভাপতি মোঃ ছফি উল্লাহ, সাবেক ইউপি আওয়ামী লীগের সভাপতি এম এ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, পীর যাত্রাপুর জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ভূইয়া,প্রবাষক জসিম উদ্দিন, প্রভাষক কামরুন্নাহার, আবু সাঈদ, আফরোজা ছিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা হাজী সরু মিয়া সুবেদার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, আওয়ামী লীগ নেতা যথাক্রমে সুপার সফিকুর রহমান ভূইয়া, মোঃ ফরিদ উদ্দিন ব্যপারে, মোঃ ফরিদ আহাম্মাদ ২, মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল মন্সুর মজুমদার রাজীব, ইউপি সদস্য যথাক্রমে মোঃ সুলতান আহমদ মুন্সী, নেয়ামত উল্লাহ, বাহারুল ইসলাম জহির, হাজী মোঃ জসিম উদ্দিন, হাফিজ উদ্দিন, মাহাবুবুর রহমান, হাজী জয়নাল আবেদীন, আবুল কাশেম, আ”লীগ নেতা আব্দুস সালাম, যুবলীগ নেতা আবু হাসান ভুইয়া, রাশেদুল ইসলাম সুমন, শাকিল আহাম্মাদ, জসিম উদ্দিন, কামাল হোসেন, মোস্তাকিন,লিটন, আব্দুল মান্নান, রায়হাত হোসেন, প্রমুখ।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 26, 2020 1:42 pm by প্রতি সময়