
অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় আরো ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গেল তিন দিনে মোট ২৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতাররা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।
বুধবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলমান অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা নগরীর ২১ নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি হাসেম মেম্বার , ৪নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সুজানগর এলাকার বাসিন্দা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ নেহালসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে লিফলেট বিতরন ও নাশকতার অভিযোগ রয়েছে।