
অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল এবং কশীমূল ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. লিটন রেজাকে গ্রেফতার করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে বুড়িচং সদরের নিজ বাসার সামনে থেকে মতিউর রহমান রুবেলকে এবং একই দিনে বাকশীমূল আনন্দপুর এলাকা থেকে লিটন রেজাকে গ্রেফতার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, গ্রেফতার রুমেল খান ও লিটন রেজার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।