বিএনপি-জামায়াতের ডাকা তিনদিন ব্যাপী সড়ক নৌপথ ও রেলপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পণ্যবাহী যানবাহন ও প্রাইভেট কিছু যানবাহন ছাড়া দূরপাল্লার যাত্রীবাহী কোন পরিবহন চলাচল করতে দেখা যায়নি। অবরোধ কর্মসূচির প্রথম দিনের মতোই মহাসড়কে সুনসান অবস্থা বিরাজ করছে। তবে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার অংশে পিকেটিং করার সময় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। অপরদিকে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালক করছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অবরোধের দ্বিতীয় দিন বুধবার কুমিল্লার কোন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি।তবে স্বল্প দূরত্বের কিছু মিনি বাস দুপুর পর্যন্ত মাঝেমধ্যে চলাচল করতে দেখা গেছে।
দাউদকান্দি এলাকায় জৈনপুর এক্সপ্রেসের এক চালক জানান পেটের দায়ে আমি বাধ্য হয়েছি বাস নিয়ে মহাসড়কে নামতে।
এদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আতিক রুবেল নামে ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া বলেন, অবরোধের দ্বিতীয় দিন মহাসড়কের সেন্ট্রাল হসপিটালের কাছে কয়েকজন পিকেটিং করছিল। তারা ঢিল ছুঁড়ে গাড়ি ভাঙচুর করছিল। এতে অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পিকেটাররা দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় আতিক রুবেল মাটিতে পড়ে যান। পরে তাকে আমরা আটক করে থানায় নিয়ে আসি।
অপরদিকে বিএনপি- জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালক করছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতৃত্বে শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান করছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন। মহাসড়কের আলেখারচর, ঝাগুরঝুলি, পদুয়ারবাজার সহ বিভিন্ন পয়েন্টে মহাসড়ক পাহাড়া দিচ্ছেন তারা। এছাড়া আতংকিত যানবাহনকে মোটর সাইকেল মহড়া দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পাড় করে দেয়ারও চিত্র দেখা গেছে।
Last Updated on November 1, 2023 4:37 pm by প্রতি সময়