কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মো. মাসুদকে অবশেষে অস্ত্র মামলায় আদালতে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। কুমিল্লার দাউদকান্দিতে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার দশ নম্বর আসামি মো. মাসুদ।
রবিবার (২৫ জুন) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতের বিচারক আব্বাস উদ্দিন আসামী মাসুদকে অস্ত্র মামলায় গ্রেফতার আদেশ দেন। একই দিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামাল হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুদ সালাউদ্দিন।
আদালতের বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী জানান, গত ৯ মে যুবলীগ নেতা হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অত্যাধুনিক অস্ত্রসহ ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সৈকতকে গ্রেফতার করে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অস্ত্র উদ্ধারের ঘটনায় কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রাজেস বড়ুয়া ১০মে বাদী হয়ে চান্দিনা থানায় অস্ত্র আইনে ছাত্রলীগ নেতা মাজহারুলসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে মাসুদকে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। এর আগে ১৬৪ ধারায় শুটার দেলু, ছাত্রলীগ নেতা মাজহারুল ও গাড়ি চালক সুমন হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহে মাসুদের সংশ্লিষ্টতার বিষয়ে আদালত নিশ্চিত হয়।
এডভোকেট মাসুদ সালাউদ্দিন বলেন, এসব অবৈধ অস্ত্রের জন্য দেশে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এতে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। এতো অত্যাধুনিক অস্ত্র মাসুদের কাছে পাওয়ার বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এসব অস্ত্রের উৎস বের করার অনুরোধ রাখছি।
প্রসঙ্গত, কুমিল্লা দাউদকান্দির গৌরিপুর বাজারে গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন খুন হন। তিনজন বোরকা পরে এসে তাকে গুলি করে হত্যা করে।নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসায়িক সূত্রে পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন।মাজহারুল ইসলাম সৈকত বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের অনুসারী। চেয়ারম্যানের ছোট ভাই মাসুদ যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ১০ নাম্বার আসামী।
Last Updated on June 25, 2023 9:07 pm by প্রতি সময়