বেশ কদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের মধ্যে চলমান দ্বন্ধ শেষ পর্যন্ত থানায় অভিযোগের খাতায় গড়িয়েছে। রোববারের দুই পক্ষের সৃষ্ট ঘটনা ঘিরে একটি পক্ষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্যসহ ২০ জনের নামে থানায় অভিযোগ করে।
রোববার (২৮ এপ্রিল) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের নেতৃত্বে কোষাধ্যক্ষ, প্রক্টর ও চাকরী প্রার্থী সাবেক শিক্ষার্থীরা মিলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের ওপর হামলা চালায়।
কুমিল্লা সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর ভূঁইয়া জানান, রোববার দিবাগত রাতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এসে উপাচার্যসহ ২০ জনের নামে অভিযোগ করেছেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বিষয়টি তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপ নিব।
Last Updated on April 29, 2024 6:59 pm by প্রতি সময়