অবৈধভাবে বালু উত্তোলন করায় কুমিল্লার মুরাদনগরে পুলিশের অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।
অভিযানে উপজেলার কেয়ট গ্রাম থেকে একটি, বোড়ারচর এলাকা থেকে চারটি ড্রেজার মেশিন জব্দ করে ট্রাক্টরযোগে থানায় নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন ও কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এর নির্দেশনায় ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কৃষকের ফসলি জমি সুরক্ষার জন্য আগামীতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 28, 2021 11:07 pm by প্রতি সময়