রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে ফুঁসে উঠেছে মেঘনা পাড়ের মানুষ

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২০২ দেখা হয়েছে

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মেঘনাপাড়ে মানববন্ধন #

বিধিনিষেধ ও নিয়মনীতির তোয়াক্কা না করে বালু উত্তোলনের ফলে নদীতে বিলীন হচ্ছে কুমিল্লার মেঘনা উপজেলার কয়েকটি গ্রাম। নিজেদের শেষ সহায় সম্বল রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে অবশেষে প্রতিবাদে ফুঁসে উঠেছে মেঘনা পাড়ের মানুষ।

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পাড়ে বসবাস করা মানুষগুলোকে হুমকির মুখে ফেলছে প্রভাবশালী এক ইজারাদার। বিধিনিষেধ অমান্য করে নিজেদের বাড়িঘরের কাছাকাছি স্থানে বালু উত্তোলনের এ যন্ত্রণা ভিটামাটি হারানো অসহায় নারী-পুরুষরা আর সইতে পারছে না। তাদের চোখেমুখে একসময় সব থাকার সেই হাসি নেই।

অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন দিনে দিনে এ মানুষগুলোকে নি:স্ব হবার মানসিক যন্ত্রণায় ফেলছে। বাড়ির সামনে নদীতে ড্রেজারের শব্দ শুনে পাড়ে এসে বাধা দেওয়ার সাহসটুকু হারিয়ে ফেলেছে নদীর পাড়ের সাধারণ মানুষগুলো। আগে যা নদীগর্ভে চলে গেছে তা নিয়ে আপসোস আছে ঠিকই, কিন্তু যেটুকু আছে তা কি হারাতে হবে ? এমন দুশ্চিন্তা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে।

অবশিষ্ট জমি ও ভিটাবাড়ির অংশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে শুক্রবার সকালে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর গ্রামের নদীর পাড়ের কয়েকশ নারী-পুরুষ প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে আসা রামপ্রসাদের চরের খোরশেদা বেগম, মিনারা বেগম, ফাতেমা বেগম, কামরুন্নেছা, শেফালী বেগম, ইদ্রিস আলী, ঢাবি ছাত্র শামীম শাওন, শিমুলসহ এলাকাবাসী জানান, নদীর শেনারচর অংশে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর, নলচরসহ অনেক গ্রাম বিলীন হওয়ার পথে। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে তারা হামলা ও মামলার শিকার হতে হয়েছেন বলেও জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান #

গ্রামের মানুষদের এসব কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও গণ্যমন্য লোকজন। মানববন্ধন কর্মসূচির আগে চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফের সভাপতিত্বে রামপ্রসাদের চর এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, রইস উদ্দিন মুকুল প্রমুখ।

সমাবেশে উপস্থিত গ্রামবাসীর একাংশ #

সমাবেশে বক্তারা বলেন, ভূঁইয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি আশরাফ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে মাহবুব, কাইয়ুম, হুমায়ুনসহ ইজারাদারের অন্যান্য লোকজন নদীর ভাসানিয়া দড়িচর এলাকায় বালু উত্তোলনের ইজারা নিয়ে সেখান থেকে বালু উত্তোলন না করে শেনারচর অংশের নলচর, রামপ্রাসাদেরচর, মৈশারচরসহ আশপাশের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে ওইসব এলাকার শত শত মানুষের বাড়িঘরসহ ভিটেমাটি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি যেটুকু সহায় সম্বল রয়েছে তাও ভূঁইয়া এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের ইজারার লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করে হুমকির মুখে ফেলছে।

নদীর পাড়ে শেষ সম্বলটুকু থাকবে তো ?

এদিকে মানববন্ধন শেষে ভিটেমাটি হারানো অনেককে নদীর পাড়ে বসে কাঁদতে থাকেন। কেউ নদীর দিকে তাকিয়ে দীর্ঘ নি:শ্বাস ফেলেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছেন-নিষেধাজ্ঞা স্থানসহ তাদের বাড়িঘরের কাছাকাছি জায়গা থেকে বালু উত্তোলন বন্ধ করা হোক। যারা এসব করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হোক।

মেঘনা থানার ওসি আবদুল মজিদ বলেন, ইতোমধ্যে বেশ কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এরপরও অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন।  এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন। 

Last Updated on November 6, 2020 7:02 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102