কুমিল্লার মুরাদনগর উপজেলাযর নবীপুর পশ্চিম ইউনিয়নে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন জব্দ, মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা ও অন্যান্য অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ মৌজার গোমতী নদী হতে ড্রেজার ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর কয়েক বছর ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। কিন্তু সে কোন বাধাই মানে না। উপায়ান্তুর না দেখে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে ওই ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নবীপুর পশ্চিম ইউনিয়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি জানান,উত্তর ত্রিশ মৌজার গোমতী নদী হতে মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রুপ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীরকে এক লাখ টাকা জরিমানাসহ দুটি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ বিনষ্ট করা হয়।ভূমিখেকো ও অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on April 4, 2023 7:40 pm by প্রতি সময়