কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলা সদর ইউনিয়নের ইউসুফ নগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন জব্দসহ ৩’শ পাইপ বিনষ্ট করেছে।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনির নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব্দসহ পাইপ বিনষ্ট করা হয়। এ সময় মুরাদনগর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
স্থানীয়ভাবে জানা গেছে, ১৩ নং সদর ইউনিয়নের ইউসুফ নগর এলাকায় কামারচক মৌজায় ড্রেজার ব্যবসায়ী মন্তাজ উদ্দিনের ছেলে ড্রেজার রফিক দশ বছর ধরে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে দিনে রাতে মাটি উত্তোলন করে আসছিল। উপজেলা প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে তাকে সতর্ক করার পরও সে মাটি উত্তোলনের কাজ বন্ধ করছিল না।
উপায়ান্তু না দেখে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে ওই ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।
পরে অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি জানান, উপজেলা প্রশাসন নিয়মিত ভূমিখেকো, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on June 5, 2023 9:42 pm by প্রতি সময়