কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে একটি আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ পরিচালনার অভিযোগে হোটেলটি সিলগালা করে দেওয়াসহ চারজনকে আটক করেছে পুলিশ।এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে সাজা প্রদান ও দুইজনকে জরিমানা করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে ঈশা খাঁ সিএনজি স্টেশন-সংলগ্ন রয়েল গেস্ট হাউস নামের আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ কার্যকলাপ।বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে এক নারীসহ তিন যুবককে আটক করে পুলিশ।
দাউদকান্দি থানা পুলিশ সূত্র জানায়, হোটেল রয়েল গেস্ট হাউজ থেকে তিনজনকে আটকের খবর পেয়ে ছুটে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।এসময় তিনি একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া হোটেলটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, দাউদকান্দি উপজেলার মধ্যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হতে দেয়া হবে না। দাউদকান্দি হবে অনৈতিক কার্যকলাপ মুক্ত উপজেলা।
এদিকে স্থানীয় লোকজন জানান, হাইওয়ে এলাকার বেশির আবাসিক হোটেলগুলো মাদক বেচাকেনাসহ নারী রখে অবৈধ কার্যকলাপ চালানো হয়।
Last Updated on March 19, 2021 6:18 pm by প্রতি সময়