গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা এলাকার ৮টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে সেখানকার পরিবেশ অধিদফতর। সিটি করপোরেশন এরিয়া সম্পূর্ণ ইটভাটামুক্ত করার পর এরই অংশ হিসেবে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৭ ডিসেম্বর) ওই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি তানভির আহমেদ।
গাজীপুর পরিবেশ অধিদফতরের ওই অভিযানে ৮টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়ার পাশাপাশি ৬২ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।
গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো- মেসার্স ফারুক ট্রেডার্সের (এমএসএম ব্রিকস) ৬টি, উমামা ব্রিকস ও আরসিজি ব্রিকস।
অভিযানে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসোর্স অফিসার মো. আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর র্যাব-১ ও গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি তানভির আহমেদ জানান, এধরণের অভিযান অব্যাহত থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 8, 2020 2:15 pm by প্রতি সময়