কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির ঘর থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় অবৈধভাবে বিদেশি মদ নিজের হেফজতে রাখার দায়ে মাসুদুর রহমান মাসুদ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মাসুদ মুরাদনগরের চাপিতলা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
রবিবার মধ্যরাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর বাখরাবাদ কলেজ পাড়া এলাকায় ওই ব্যক্তির ঘরে পুলিশ অভিযান চালায়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, রবিবার মধ্যরাতে থানার এস আই ওবায়দুল হকের নেতৃত্বে এ এস আই মোঃ ছিদ্দিকুর রহমান ও মাসুদুল হকসহ পুলিশের একটি টিম গোপন সংবাদে জানতে পেরে মাসুদুরের বসত ঘরে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার ও তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর সোমবার (৭ আগষ্ট) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on August 7, 2023 7:28 pm by প্রতি সময়