মাইজভান্ডার শরীফের খেলাফতপ্রাপ্ত খলিফা, খলিফায়ে আজম, বিশিষ্ট তরিকত প্রচারক, সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারীর ৬৮তম খোশরোজ শরীফ (জন্মদিন) উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ এশা কুমিল্লা নগরীর ছাতিপট্টিস্থ বাসভবন প্রাঙ্গণে আশেকানে মাইজভান্ডারী ভক্তদের উদ্যোগে শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উদযাপন করা হয়।
খোশরোজ শরীফ উপলক্ষে অনুষ্ঠানে আগত ভক্ত, আশেকান, মুরিদান, বিভিন্ন খানকায়ে শরীফের খাদেম, ইসলামিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা শাহসুফী আলমগীর খানকে ফুলেল শুভেচ্ছা জানায়।
অনুষ্ঠানে খলিফায়ে আজম শাহসুফী মো. আলমগীর খান বলেন, মাইজভান্ডারী দর্শন হচ্ছে মানবতাবাদী দর্শন।মাইজভান্ডার দরবার শরীফ হলো শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে মানুষ ভালোবাসা, শ্রদ্ধা, সম্প্রীতি অন্তরে ধারণ করে। হিংসা-বিদ্বেষ কখনো মঙ্গল বয়ে আনে না। আর অহংকার জীবনকে ধ্বংসের প্রান্তে নিয়ে যায়। মাইজভান্ডারীর দর্শন মানুষে-মানুষে ঐক্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ার বার্তা দিয়ে যাচ্ছে। আমাদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। অলি আওলিয়ার এই বাংলাদেশে মাজার, খানকাহ রক্ষা করতে হবে। কারণ অলি আওলিয়াদের বদৌলতে এদেশে ইসলাম এসেছে।
তিনি বলেন, ঈদে মিলাদুননবী নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না। কোরআন সুন্নাহর আলোকে সকলকে জীবন গড়তে হবে। নামাজ পড়তে হবে, হালাল উপার্জন করতে হবে। রাসুল (সা.) এর প্রদর্শিত পথে আমাদেরকে চলতে হবে।
Last Updated on February 3, 2025 11:08 pm by প্রতি সময়