কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন,অসচ্ছল অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।তাই সমাজের বিত্তশালীসহ জনপ্রতিনিধিদের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব।
শুক্রবার ( ৮ জানুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলের উদ্যোগে ইউপি কার্যালয় প্রাঙ্গণে এলাকার সহস্রাধিক অসচ্ছল অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট টুটুল।
ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাছান হিরন,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন।এসময় ইউপি সদস্যবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম প্রসঙ্গে ইকবাল হোসেন বাহালুল চেয়ারম্যান জানান, হৃদয়ের মানবতাবোধ থেকে এ শীতে অসচ্ছল শীতার্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করছি।খুঁজে খুঁজে অসহায় অসচ্ছল মানুষদের বের করছি। আগামী এক সপ্তাহের মধ্যে ইউনিয়নের ৯ ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দ ও ইউপি সদস্যদের সমন্বয়ে ইউনিয়নের সকল অস্বচ্ছল অসহায় পরিবারের মাঝে কম্বল তুলে দেওয়া হবে।
Last Updated on January 8, 2021 9:43 pm by প্রতি সময়