গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে এক হাজার দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (১৮ জুলাই) দুপুরে মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, হারুন অর রশিদ, নাহিদ মোড়ল, শহীদ মোড়ল, পাভেল সরকার, মো. হানিফ তালুকদার, মো. আলমাছ খান, মো. নুরুজ্জামান, সোহানুর রহমান সোহান, লিটন উদ্দিন সরকার, আব্দুল হালিম মন্ডল, প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, গুড়ো দুধ, পোলাও চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
কামরুল আহসান রাসেল বলেন, করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমার পক্ষ থেকে এ ক্ষুদ্র আয়োজন। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে মহানগরের বিভিন্ন এলাকায় এসব সমগ্রী দেয়া হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 18, 2021 6:57 pm by প্রতি সময়