ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অস্ত্র ও মাদকসহ নয়জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহ কামাল আকন্দ।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় একটি পাইপগান, দুটি গুলি, ৭শ’ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এসময় নয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন ওরফে আলম (৩২), মো. সুজন মিয়া (২৮), হাবিবুর রহমান রাশেদ (৪০), মো. সিরাজুল ইসলাম (৩০), আবদুল আওয়াল বাবুল (৪০), শান্ত অভিজিৎ রেমা (৪০), মো. সোহাগ মিয়া (৩০), মো. ইলিয়াছ (৪১) ও সোহেল ঢালী (২৫)।
জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর শুক্রবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, অস্ত্রবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on March 5, 2021 9:52 pm by প্রতি সময়