কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকা থেকে বিদেশী পিস্তল, রিভলভার, গুলি, ম্যাগাজিনসহ চার জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
গ্রেফতাররা হলেন- কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার মোঃ রকিবের ছেলে মোঃ রিপন, ঠাকুরপাড়া এলাকার মোঃ জানে আলমের ছেলে মোঃ সাজ্জাদ আলম, উত্তর চর্থা এলাকার কাজী আল মনসুর লিটনের cipf-es.org ছেলে কাজী আল রাব্বী ও ঠাকুপাড়া এলাকার মৃত আলী হায়দারের ছেলে মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলে তারা কুমিল্লা নগরীতে প্রবেশ করার সময় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে, ম্যাগজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলভার, ৫ রাউন্ড গুলি এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে নগরীর ঠাকুরপাড়া বসতবাড়ি হতে আরো ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১টি পিস্তলের গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করে ডিবি পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতার যুবকরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা হতে এসব অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।
প্রেস ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গ্রেফতার রিপনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ৩টি , কাজী আল রাব্বীর বিরুদ্ধে ১টি, মোঃ মোস্তফা রেজওয়ান হায়দারের বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Last Updated on September 24, 2023 12:41 am by admin