‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে অভিযাত্রা শুরু করেছেন অ্যাক্টিভিস্ট হানিফ বাংলাদেশি।১৮ ডিসেম্বর থেকে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির অভিযাত্রার তৃতীয় দিনে রবিবার (২০ ডিসেম্বর) তিনি কক্সবাজারের চকরিয়ায় অবস্থান করেন।সেখানে হানিফ বাংলাদেশি নামে এই যুবক গণতন্ত্র ও ভোটাধিকারের দাবী নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন।
এ কর্মসূচি সম্পর্কে হানিফ গণমাধ্যমকে বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর ধরে সব শাসকদের দ্বারা জনগণের ভোটাধিকার কম বেশি লুণ্ঠিত হয়েছে, গণতন্ত্র, বাকস্বাধীনতা সংকুচিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জনগণের প্রত্যাশা, ভোটাধিকার ও কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ। সংবিধান মতে রাষ্ট্রের মালিক জনগণ আর রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত ভোটাধিকার। জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা জনগণের হাতে থাকলে অন্যায় দীর্ঘায়িত হয় না। এখন জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা জনগণের হাতে নেই, সেকারণে দুর্নীতি দুর্বৃত্তায়ন মাথা ছাড়া দিয়ে উঠেছে।’
চলমান কর্মসূচিতে দেশবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করে হানিফ বাংলাদেশি বলেন, ‘এই দাবি নিয়ে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি দেশের প্রতিটি থানা শহর ও জেলা শহর প্রদক্ষিণ করে আগামী ২৬ শে মার্চ তেঁতুলিয়ায় গিয়ে গণতন্ত্রের অভিযাত্রা শেষ হবে।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 21, 2020 12:39 pm by প্রতি সময়