সৌদি প্রবাসী পিতার কাছে বেশ কদিন ধরে আইফোন (iphone) কিনে দেওয়ার আবদার করে আসছিল একমাত্র ছেলে। কিন্তু আইফোনের আবদার না মেটানোর অভিমানে পিতার ওপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেই ১৭ বছর বয়সী কিশোর মৃদুল।
বুধবার (১৫ মে) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মৃদুল ওই গ্রামের সৌদি প্রবাসী মোমেন মিয়ার ছেলে।
মৃদুলের মা লাভলী আক্তার বলেন, রাতে ছেলে ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখি ছেলে দুনিয়ায় নেই।
মৃদুলের মামা সানাউল্লাহ বলেন, আমার ভাগিনা আগে মাদরাসায় লেখা পড়া করতো। কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়েছিল। বিদেশে তার বাবা অসুস্থ থাকায় বলেছেন কয়েকদিন পরে আইফোন পাঠাবে। কিন্তু ভাগিনা অভিমানে মঙ্গলবার রাতে তার শোবার ঘরে ফাঁস দেয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ওমর ফারুক বলেন, আইফোনের জন্য বাবার সঙ্গে অভিমান করে নিজ শয়ন কক্ষে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মৃদুল নামে এক কিশোর। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Last Updated on May 15, 2024 6:49 pm by প্রতি সময়