আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লার দাউদকান্দি আসনের এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, দলটিতে (বিএনপি) যারা আছেন এদের অনেকেই দুর্নীতি মামলার আসামি।এ দলটি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই।সুতরাং আমাদের সুরক্ষা আমরাই দিবো, এদেশের জনগণের সুরক্ষা স্বাধীনতার পক্ষের শক্তি দিবে, আওয়ামী লীগই এদেশের জনগণের সুরক্ষা দিবে।
আজ শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কীমের স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।
এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর আরো বলেন, আজকের তরুণ যুবকেরা ভবিষ্যতে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেই চিন্তা ধারার লক্ষ্য নিয়ে সর্বজনীন পেনশন স্কীম চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সর্বজনীন পেনশন স্কীম নিয়ে অনেকে হয়ত অপপ্রচার চালানোর চেষ্টা করবে যে,পরবর্তী সরকার আসলে কি হবে? পেনশন স্কীম নিয়ে সংসদে আইন পাস হয়েছে। সেই আইনই পেনশন স্কীম গ্রহণকারীদের সুরক্ষা দিবে।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসারন (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার প্রমুখ।
Last Updated on May 4, 2024 10:38 pm by প্রতি সময়