বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে কুমিল্লার -৩ (মুরাদনগর) আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের আপামর জনগণ বাস্তব এই সত্য মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু বিএনপির এসব ভালো লাগে না। দেশের উন্নয়ন দেখে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। তারা জেগে জেগে স্বপ্ন দেখে আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। গত এক দশকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কুমিল্লার মুরাদনগরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়ন যারা চোখে দেখেনা, তারা চোখ থাকতেও অন্ধ। তাদের চোখের সঠিক চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মুরাদনগরে গত দশ বছরে উন্নয়নমূলক কাজের সচিত্র বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন দুইবারের নির্বাচিত এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন।
আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিদের নিয়ে মুরাদনগরে গত দশ বছরে উন্নয়নমূলক কাজের সচিত্র বইয়ের মোড়ক উন্মোচন করেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হানিফ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদ ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাদা মনের মানুষ শ্রী যুগল ব্রহ্মচারী, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, ভিপি জাকির হোসেন, পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন ভূইয়া, করিমপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম দ্বীন মোহাম্মদ, মুরাদনগর আলিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সুপার মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, মুরাদনগর উপজেলার নারী উন্নয়ন ফোরামের সভাপতি রেবেকা সুলতানা, মুরাদনগর পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যানন্দ রায়, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন ফাতেমা প্রমুখ।
Last Updated on November 4, 2023 10:38 pm by প্রতি সময়