
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ফ্যাসিবাদের অস্ত্র ছিল বিভাজন। ওরা সব জায়গায় বিভাজন তৈরি করেছিল। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল।
তিনি বলেন, অন্য দলগুলোকে মনে রাখতে হবে, ক্ষমতায় গিয়ে ঠিক মতো রাষ্ট্র চালাতে না পারলে ওদের মতো পরিণতি হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ৫৩ বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করা সম্ভব না। আমরা আন্দোলন শুরু করি ১১ জুলাই। দায়িত্ব নিই ৮ আগস্ট। এই আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে।বিগত সরকারের প্রতি জনগণের ম্যান্ডেন্ট ছিল না। যে কারণে ওরা বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে মাথা নিচু করে থাকতো।আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই, দলীয় স্বার্থের জন্য নয়।
তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনের শহীদদের তালিকা করা হবে। তিনি বন্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এবার দেশে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার বক্তব্য রাখেন।