দেশে এমনকি বিদেশেও ব্যাপকভাবে পরিচিত আওয়ামী লীগের ডাকসাইটের চার নেতার মৃত্যুতে দলটির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে দেশবাসীও শোকাহত।
প্রায় এক মাসের ব্যবধানে শারিরীক অসুস্থতা ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের পরিচিত মুখের চারজন বিশ্ষ্টি রাজনৈতিক নেতাকে হারিয়ে কেবল দলের নেতাকর্মীই নয়, দেশের আপামর জনগণ গভীরভাবে শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে চোখ রাখলে গেছে অল্প সময়ে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে নিভে যাওয়া চারটি প্রদ্বীপ ঘিরে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কষ্টের অনুভূতিগুলো কিভাবে প্রকাশ পেয়েছে।
এক মাসের ব্যবধানে জাতীয় পর্যায়ের চার নেতার মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। গত ১৩জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরণ করেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবরের মধ্যেই একইদিন রাত পৌনে বারোটায় দেশবাসীর সামনে ভেসে আসে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর খবর। গোপালগঞ্জের মধুমতি নদীর তীরঘেঁষে কেকানিয়া গ্রামের এই কৃতি সন্তান ছিলেন বেশ জনপ্রিয় নেতা।
আওয়ামী লীগের জনপ্রিয় ওই দুই নেতার মৃত্যুর দুইদিনের ব্যবধানে সিলেটের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হারায় দেশবাসী। গত ১৫জুন সদা হাস্যোজ্জ্বল নেতা বদরউদ্দিন আহমদ কামরান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সর্বশেষ ৯জুলাই রাতের প্রথম প্রহর সাড়ে বারোটায় না ফেরার দেশে চলে গেলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ২জুন থেকে ২৬ জুন পর্যন্ত তাঁর চিকিৎসা চলছিল। পরে ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ওই হাসপাতালেই মৃত্যুবরণ করেন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে জীবনভর কাজ করে যাওয়া জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সাহারা খাতুন।
অল্প সময়ের ব্যবধানে আওয়ামী লীগের চার ডাকসাইটে নেতার এ মৃত্যু কাঁদিয়েছে গোটা দেশবাসীকে। দেশ ও জাতি দক্ষ, পরিচ্ছন্ন, আদর্শ এবং সততার চার নক্ষত্র হারালো।
Last Updated on July 11, 2020 7:54 am by প্রতি সময়