কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।আপনারা বিভিন্ন সভা সেমিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে কূরুচিপূর্ন বক্তব্য দেন। এসব না করে বর্তমান সরকারের উল্লেখযোগ্য উন্নয়ন পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যটেলাইট, কর্নফুলী টানেল, আশ্রায়ন প্রকল্প সহ অন্যান্য উন্নয়ন নিয়ে আলোচনা করুন।
এমপি রাজী ফখরুল আরও বলেন আগামী সংসদ নির্বাচনে আমার থেকে যোগ্য প্রার্থী যদি থাকে সে যেই হউক আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বুধবার সকালে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত দেবিদ্বারের তৃণমূল নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি রাজী ফখরুল আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে দেবিদ্বার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবন্ধ হয়ে কাজ করে নৌকাকে বিজয় করতে হবে। কারন আওয়ামীলীগ সরকার থাকলে দেশের উন্নয়ন হবে।
রাজী ফখরুল তার বক্তব্যে মুরাদনগরের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য ডাঃ ওয়ালী আহম্মেদের সন্তান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহল আমিনকে নিয়ে অশালিন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম মনিরুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শিরিন ও মহিলা আওয়ামী লীগ নেত্রি শিরিন সুলতানা, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাজী মোঃ কেফায়েত উল্লাহ, যুবলীগ নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল কাইয়ুম ভূইয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল,পৌর যুবলীগের সহ সভাপতি কাজি সুমনসহ দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Last Updated on May 10, 2023 6:36 pm by প্রতি সময়