অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই সেদিন গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের একটি। এসবই সম্ভব হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব থাকায়। তাই আগামী নির্বাচনে আবারও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা নেতৃত্বে সরকার গঠনের জন্য সবাইকে নৌকায় ভোট দিয়ে জয় লাভ করাতে হবে। শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। কারো সাথে হানাহানি করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, বিপদে পাশে থাকতে হবে।
সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার কার্যকরের দাবীতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাঙ্গলকোট উপজেলা যুবলীগ আহবায়ক আবদুল মালেকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান মিন্টু, আদ্রা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ কবির, যুবলীগ নেতা সাদেক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ রাসেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এরআগে অর্থমন্ত্রী ভার্চুয়ালি উপজেলা রায়কোট ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেনের নামে মক্রবপুর, জোড়পুকুরিয়া, উত্তর মাহিনী ও শরীফপুর সড়কের নামকরণ উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউনসূফ, সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক, চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান ইঞ্জিনিয়ার রহুল আমীন ও নূরুল আমীন প্রমুখ।
সড়কের নামকরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের সন্মান করি। স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধাদের কল্যানে এ সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও করে যাবে।
Last Updated on August 21, 2023 9:25 pm by প্রতি সময়