কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারের ২১টি দোকান আগুনের লেলিহান শিখা পুড়ে ছাই করে দিয়েছে।রুটি-রুজির শেষ সম্বল পুড়ে যাওয়ায় অনেক দোকানি নিংস্ব হয়ে পড়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত তিনটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করেছেন ফায়ারসার্ভিস টিম।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোররাত তিনটার দিকে দাউদকান্দি উপজেলার অন্যতম ব্যবসায়ি জোন গৌরিপুর বাজারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের ২১টি দোকান পুড়ে ছাই করে দেয়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে চালের আড়ত, ফার্মেসী, কসমেটিকস, মুদি, কনফেকশনারী ও খাবার হোটেল।
খবর পেয়ে দাউদকান্দি,হোমনা,চান্দিনা উপজেলার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
এদিকে বাজারের আশপাশে বসবাস করেন এমন ব্যবসায়িরা খবর পেয়ে ভোররাতে এলেও আগুনের তীব্রতায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পৌঁছাতে পারেননি।আর ভোরের সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা ঘটনাস্থলে কান্নায় ভেঙ্গে পড়েন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত কোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা জানান।
অগ্নিকান্ডের খবরে সকালে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.)সুবিদ আলী ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 27, 2020 7:42 pm by প্রতি সময়