কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে অগ্নিকান্ডের ঘটনায় বাজারের পাইকারী মুদি মালের ৪টি দোকান পুড়ে গেছে।
মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হয়।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকালে বাজারের পাইকারী মুদি মালের ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দুটি দোকানসহ আশপাশের আরো দুটি পাইকারী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের দুটি দোকানের প্রায় ৩ কোটি টাকার, ওয়াদুদ সওদাগরের একটি দোকানের ৭০ লাখ টাকার, এবং জামাল সওদাগরের একটি দোকানের ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার এসএম শামীম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। আগুন নিয়ন্ত্রনে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারন ডায়েরী করা হয়েছে। কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে।
Last Updated on August 5, 2021 7:33 pm by প্রতি সময়