রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা মুরাদনগরে প্রধান শিক্ষক ময়নাল হোসেনকে আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় শীতার্তদের মাঝে রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের কম্বল বিতরণ নিষিদ্ধ, তবুও তিন চাকার দখলে মহাসড়ক কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক আটক কুবির নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত লাকসামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের রিইউনিয়ন চান্দিনায় এশিয়া এয়ারকন বাসের ধাক্কায় দরজাখোলা মারুতির এক শিশুর যাত্রী নিহত

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের ভূমি মালিক এডভোকেট ইকবাল কবিরের প্রতিবাদ

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৭৩৬ দেখা হয়েছে

কুমিল্লা নগরীর পুলিশ লাইন সড়কে ১৩ তলা বিশিষ্ট আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের ভূমি ও ফ্ল্যাট মালিক এডভোকেট ইকবাল কবিরের বিরুদ্ধে কিছু অভিযোগে এনে সম্প্রতি টাওয়ার পরিচালনা কমিটির কয়েকজন যে সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদটি অনলাইন ও কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

 

শনিবার (১৭ জুন) রাতে প্রতিসময় এর সম্পাদক বরাবর পাঠানো প্রতিবাদ লিপিতে এডভোকেট ইকবাল কবির উল্লেখ করেন, সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ আনা হয়েছে তার পুরোটাই মিথ্যে এবং বানোয়াট। চার/পাঁচ জন লোক একসঙ্গে বসে আজিজ ফয়জুন্নেছা টাওয়ার পরিচালনা কমিটির নেতা দাবি করাটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। সংবাদ সম্মেলনের টেবিলে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে কমিটির সভাপতি ও ভূমির মালিক দাবিদার একেএম জাহাঙ্গীর কবিরের নামে বর্তমানে কোন ফ্ল্যাট, দোকান নেই। তিনি তার ভুমি মালিকানা সহ ফ্ল্যাট ও দোকান ঘর স্ত্রীর নামে দানপত্র দলিল করে দিয়েছেন।ফলে তিনি ভূমির মালিকানা হারিয়েছেন।তাই পরিচালনা কমিটিতে নিয়ম অনুযায়ী থাকতে পারেন না। চুক্তিনামা দলিলে বলা আছে, টাওয়ার পরিচালনা কমিটির মূল নেতৃত্বে থাকবে ভূমির মালিক (প্রথম পক্ষ)। কিন্তু এখানে আমরা আরো দুই ভাই আছি, তাদের কেউ নেই। অর্থাৎ এটি পকেট কমিটি।

আবুল খায়ের নামে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তিনি এই টাওয়ারেই থাকেন না। ঢাকায় বসবাস করেন। সহ-সভাপতি দাবিদার আব্দুল মালেকের নামে কোন ফ্ল্যাট নেই। তিনি তার ছেলের ফ্ল্যাটে থাকেন। আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মোট ২৯টি ফ্ল্যাট ২৯টি দোকানঘর রয়েছে। এর মধ্যে মাত্র চার পাঁচ জন নিয়ে আমার বিরুদ্ধে বানোয়াট মিথ্যা কিছু অভিযোগে এনে যে সংবাদ সম্মেলন করা হয়েছে এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। সমাজে আমাকে হেয় করার জন্যই এটি করা হয়েছে। আমি দোষী হলে তো আমি ছাড়া ফ্ল্যাটের ২৮ জন ও ২৯ দোকানের মালিক আমার বিরুদ্ধে দাঁড়াতেন। কিন্তু বাকিরা কোথায়? আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের সুনাম নষ্ট করার জন্যই গুটিকতেক লোক হীনমন্যতা নিয়ে এ ধরনের মিশনে নেমেছে। কিন্তু অতীতে আমার বিরুদ্ধে নেমে আইনগতভাবে তারা পরাস্ত হয়েছেন।

 

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের ২৪টি গ্যাস লাইন আমার নামে। গ্যাস বিল কালেকশন করে আমি পরিশোধ করি। এর মধ্যে অনেকেই নিয়মিত বিল পরিশোধ করছেন না। আমার সার্ভিস চার্জের টাকা থেকে আমি অনেকের বকেয়া বিল পরিশোধ করছি। আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের সঙ্গে সংযুক্ত পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমার সম্পত্তিতে নির্মিত ইরনা ভবনে চলাচলের সুবিধার্থে টাওয়ারের করিডোর ব্যবহারের শর্ত চুক্তিনামা দলিলে উল্লেখ রয়েছে। তাই আইনগতভাবে এখানে আমার বৈধতা রয়েছে বলেই আমি করিডোর চলাচলে ব্যবহার করছি।

 

আমি আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের ভুমি ও ফ্ল্যাট মালিক বিদ্যমান আছি। তাই আমি আহবান করবো যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ এনেছেন আপনারা দয়া করে টাওয়ারের সকল বাসিন্দা ও দোকানদারদের উপস্থিতি নিশ্চিত করে আমাকে রেখে আপনারাও সাথে থেকে সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকরা দুই পক্ষের বক্তব্য শুনুক। সঠিক ঘটনা, সঠিক তথ্য জনসম্মুখে আসুক এটা আমিও চাই। আমি কোনভাবেই আশা করি না- কারো প্ররোচনা ও লোভের বশবর্তীতে আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের দীর্ঘদিনের সুনাম বিনষ্ট হোক।

# এডভোকেট ইকবাল কবির
ভূমি ও ফ্লাট মালিক
আজিজ ফয়জুন্নেছা টাওয়ার
পুলিশ লাইন কুমিল্লা।

Last Updated on June 18, 2023 10:27 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102