প্রায় আড়াই লাখ টাকার জাল নোট সহ এক যুবককে আটক করেছে কুমিল্লার বরুড়া থানা পুলিশ।
শনিবার (৫ আগষ্ট) দুপুর আড়াইটায় বরুড়ার ১৪নং লক্ষীপুর ইউপির লক্ষীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে থেকে জাল টাকাসহ তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম আকরাম।সে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফলকন গ্রামের কামাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্তুজা সঙ্গীয় ফোর্স টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন লক্ষীপুর বাজারে সালাউদ্দিন হোটেলের সামনের রাস্তায় অবৈধ জাল টাকা বিক্রির জন্য অপেক্ষা করছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের টিম। পুলিশ দেখে ওই যুবক পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৪৯০টি ৫০০ টাকার অবৈধ জাল নোট (২ লাখ ৪৫ হাজার) উদ্ধার করে পুলিশ।
পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক যুবক আকরাম জানায়, ফারুক ও সিরাজ নামের অজ্ঞাত ঠিকানার দুই ব্যক্তি থেকে সে জাল নোট সংগ্রহ করে কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আটক যুবক ও অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আটককৃত আসামী আকরামকে জেল হাজতে পাঠানো হয়েছে।বাকী দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Last Updated on August 6, 2023 4:28 pm by প্রতি সময়