বাংলাদেশের ‘জয় বাংলার জয় শিল্পগোষ্ঠী’ ও ভারতের আগরতলার ‘সংস্কৃতি সংসদ’ এর যৌথ উদ্যোগে প্রবাসী বাঙালি শিল্পী-সাহিত্যিকদের পাশাপাশি ভারত ও বাংলাদেশের শিল্পী সাহিত্যিকদের যুক্ত করে ‘বাংলা সংস্কৃতি বলয়’ নামে একটি আন্তর্জাতিক স্তরের সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশের আয়োজন দোরগোড়ায়।
সৃজনশীল বাংলা সংস্কৃতির বিভিন্ন বিভাগ ও ধারার ঐতিহ্য, চর্চা, বিকাশ, সুরক্ষা, গবেষণা ও বিনিমিয় ইত্যাদি বিষয়কে লক্ষ্য-উদ্দেশ্যে রেখে আগামী ২০ সেপ্টেম্বর রবিবার অনলাইনে বিশ্ব কনভেনশনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বিশ্ব কনভেনশন প্রস্তুতি কমিটির আহবায়ক ভারতের আগরতলার সেবক ভট্টাচার্য এবং সদস্য সচিব বাংলাদেশের আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন। তারা জানান, এই প্রয়াস করোনা পরিস্থিতিতে গৃহবন্দী সময়কে মানসিকভাবে অনেকটাই সতেজ করবে।
এ বিশ্ব কনভেনশনে বাংলাদেশ ও ভারতের বাঙালি অধ্যুষিত ত্রিপুরা, আসামের বরাক উপত্যকা, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এবং প্রবাসী বাঙালী শিল্পী-সাহিত্যিক সংস্কৃতিপ্রেমি দুইশ জন নির্বাচিত প্রতিনিধি অংশ নেবেন। বাংলাদেশ ভারত ছাড়াও ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ও মধ্যপ্রাচ্যের আরো ১০টি দেশের প্রবাসী বাঙালীদের মধ্যে সংস্কৃতি চর্চার পুরোধা ব্যক্তিত্বরা এই বিশ্ব সম্মেলনে প্রতিনিধি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করবেন।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 17, 2020 2:25 pm by প্রতি সময়