কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা মৌজায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আদালতে মামলা দায়ের করে দেবিদ্বার উপজেলার ব্রাহ্মনখাড়া গ্রামের মৃত রোশন আলীর পুত্র বশির আহাম্মদ।মামলায় বিবাদী করা হয় একই গ্রামের আব্বাছ আলী, সিরাজ আলী, আসকর আলীকে।
এ বিষয়ে কুমিল্লার আদালতে দীর্ঘদিন মামলা পরিচালিত হওয়ার পর গত ১৯/০৮/২০১৩ইং তারিখে ডিক্রি হয়। পরবর্তীতে একাধিক শুনানির পর বাদী বশির আহাম্মদের পক্ষে রায় হয়।
আদালতের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাদী পক্ষকে ভূমির দখল বুঝিয়ে দেয়ার জন্য নাজির লতিফুর রহমান মৈশান, অ্যাডভোকেট কমিশনার মো. মোশারফ হোসেন খন্দকার স্বপন, সার্ভেয়ার দেলোয়ার হোসেন, সিভিল কোর্ট কমিশনার মোসাম্মৎ ইয়াছমিন আক্তার চৌধুরী ঘটনাস্থলে যান।
আদালতের পক্ষ থেকে সর্বমোট ১৬৪.৬৪ শতক ভূমির মধ্যে অধিকাংশ ভূমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দেয়া হয়। কিছু ভূমিতে বিবাদী পক্ষের আপত্তি থাকায় তা বুঝিয়ে দেয়া সম্ভব হয়নি।
Last Updated on February 9, 2021 9:34 pm by প্রতি সময়