বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন বুড়িচং নিমসার বাজারে সিএনজির জিবির টাকা আদায় নিয়ে দুই ভাইয়ের একজনকে পিটিয়ে হত্যা অপরজনকে আহত বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্ভভৌম বাংলাদেশ : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তি হয়নি, কিন্তু প্রতিপক্ষকে মার্কেটের দখল বুঝিয়ে দিলেন কুমিল্লার বরুড়া গালিমপুরের ইউপি চেয়ারম্যান

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৮ দেখা হয়েছে
বরুড়া ভাউকসার বাজারে জোরপূর্বক দখল করা ৬টি দোকান কোঠার মার্কেট। ইনসেটে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রবিউল আলম

মালিকানা নিয়ে আদালতে বিচারাধীন কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার বাজারে ছয়টি দোকানের একটি মার্কেট জোরপূর্বক দখল করে মামলার প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়েছেন রবিউল আলম নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি ওই উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মার্কেট নিয়ে আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই কেন দখল বুঝিয়ে দেওয়া হয়েছে? এমন প্রশ্নে ওই আওয়ামী লীগ নেতা বিষয়টিকে ‘রাজনৈতিক দায়িত্ব’ বলে মন্তব্য করেছেন।

 

মার্কেট দখলের বিষয়ে ভুক্তভোগী আবুল কাশেম জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভাউকসার পশ্চিম বাজারের পয়ালগাছা সড়কের দক্ষিণ পাশে অবস্থিত ৯ শতক জায়গার উপর নির্মিত ওই মার্কেটের মালিকানা নিয়ে ১৯৯৫ সাল থেকে আদালতে মামলা চলছে প্রতিপক্ষ আবু তাহেরের সঙ্গে। জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে ১৩টি মামলা চলমান রয়েছে।
আবুল কাশেম বলেন, মার্কেটটি শুরু থেকেই তিনি ভোগ দখল করে আসছেন। কিন্তু গত ২২ আগষ্ট পার্শ্ববর্তী  গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম স্থানীয় এমপির নাম ব্যবহার করে তার লোকজন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভাড়াটিয়াদের বের করে ছয়টি দোকানে তালা ঝুলিয়ে মার্কেটটি দখল করে প্রতিপক্ষ আবু তাহেরকে বুঝিয়ে দেয়।
এ ঘটনায় মার্কেটের মালিক দাবিদার ও দখলচ্যুত ভুক্তভোগী আবুল কাশেম পরদিন ওই চেয়ারম্যানকে প্রধান আসামি করে সাতজনের নামে আদালতে মামলা করেন। বরুড়া থানার এসআই নাসির উদ্দিন জানান, আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার থেকে মামলার তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ হলে আদালতে সঠিক প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল আলম বলেন, আমি কোন মার্কেট দখল করিনি। মার্কেটের প্রকৃত মালিককে তার সম্পত্তি উদ্ধার করে দিয়েছি। এ ঘটনায় স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল সাহেবের নাম ব্যবহার করিনি।
আদালতে মামলা চলমান থাকাবস্থায় পাশের ইউপির চেয়ারম্যান হয়ে এভাবে আরেক ইউনিয়নে এসে জায়গা উদ্ধার বা দখল করতে পারেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই পারি। ‘রাজনৈতিক বিবেচনায় এটা আমাদের দায়িত্ব’।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন, রবিউল আমার লোক, এটা সত্য। তবে আমি তাকে এমন কোন নির্দেশ দেইনি। সে সম্ভবত অপর পক্ষের থেকে সুবিধা পেয়ে দলবল নিয়ে মার্কেটটি দখল করে দিয়েছে। গত শনিবার এলাকার একটি অনুষ্ঠানে রবিউলকে পেয়ে বিষয়টি নিয়ে শাসিয়েছি।

Last Updated on September 6, 2022 7:28 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102