কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের মুলহোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে কোটবাড়ি ফাঁড়ি পুলিশ। এসময় চোরাই মালামাল ও পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
শনিবার (৫ আগষ্ট) ভোরে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,শুক্রবার বন্ধের দিন থাকায় কুমিল্লার কোটবাড়ী চাঙ্গিনী এলাকায় ব্যাটারি সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের সামনে নীল রঙের পিকআপ দাঁড় করিয়ে ৪/৫ জন অজ্ঞাত চোর দোকানের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাশ হতে নগদ ১৭ হাজার টাকা এবং ১৯ পিচ ছোট বড় নতুন ব্যাটারি (যার আনুমানিক মূল্য ৩ লাখ ২৬ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলার পর ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে কোটবাড়ি ফাঁড়ি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা রনক রহমান রনিসহ চক্রের অন্যান্য সদস্য ওয়াসিম, সোহাগ, শামীম হাছান ও লিটনকে গ্রেফতার করে।
পুলিশ জানায় রনক রহমান রনির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ৩টি ডাকাতি মামলা, ৫টি চুরির মামলা রয়েছে।
Last Updated on August 5, 2023 7:22 pm by প্রতি সময়