কুমিল্লার চান্দিনা ও ইলিয়টগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মহাসড়কে একটি বাস ও মোটরসাইকেল এবং ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে।
রবিবার (৪ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও দাউদকান্দির ইলিয়টগঞ্জে সংঘর্ষ ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
রবিবার বেলা ১১টার দিকে চান্দিনা, দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে রাখে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে পিছু হটে নেতাকর্মীরা। পরবর্তীতে ইলিটগঞ্জের একটি গ্যাস পাম্প এলাকায় মহাসড়কে বাস ও মাইক্রোবাসে আগুন দেয় আন্দোলনকারীরা। এসময় আওয়ামী লীগের অফিস ভাঙচুর সহ ইউপি চেয়ারম্যানের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।
এদিকে, দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁড়ি থেকে টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোঁড়ে। পুলিশের ছোঁড়া গুলিতে সাধারণ মানুষ পথচারী ও শ্রমজীবী সহ অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ঘেরাও করে থানায় আগুন দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
Last Updated on August 4, 2024 8:01 pm by প্রতি সময়