বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে চার অপহরণকারি আটক চান্দিনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ব্রাহ্মণপাড়ায় প্রেমঘটিত ঘটনায় গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্মহত্যা ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাস ফেরত যুবকের মৃত্যু চান্দিনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদারদের মানববন্ধন চান্দিনা পৌর সভার সাবেক মেয়র মফিজুল ইসলাম গ্রেফতার  কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বুড়িচংয়ের দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত অভিযান শুরু হবে : ইউএনও  কুমিল্লার মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, জড়িত চারজন গ্রেফতার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : ৬ মাসে ১৩ প্রাণ ঝরেছে কুমিল্লার দাউদকান্দি অংশে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে : ব্রাহ্মণপাড়া ইউএনও চান্দিনায় সিআইডি পরিচয়ে ছিনতাইকারি চক্রের ৫ সদস্য আটক কুমিল্লার আলেখারচরে চব্বিশের শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ‘মিথ্যার কালো যাদু’ মনির হোসেন জীবনের কবিতা কুমিল্লায় ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে : জেলা প্রশাসক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : মামলার আসামিকে মারধর করে পুলিশে দিল স্থানীয়রা নগরীতে সাহা মেডিকেল হলের কান্ড! ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন

আপনার সন্তানের পড়ালেখার প্রতি আসক্তি আনুন

শিক্ষা ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২২০ দেখা হয়েছে

বর্তমান সময়ে গেম কিংবা মোবাইলের প্রতি শিক্ষার্থীরা যে হারে আসক্ত হয়ে পড়ছে, এর থেকে উত্তরণের পথ হল পড়ালেখার প্রতি তাদের আসক্তি গড়ে তোলা। আর এই কাজটি অত্যন্ত দায়িত্বশীলতা ও নজরদারির সঙ্গে অভিভাবকদের করতে হবে। অভিভাবকরা যদি তার সন্তানের পড়ালেখার প্রতি আসক্তি তৈরি করতে চান তাহলে আপনার সন্তান গেম ও মোবাইলের প্রতি যে মনোযোগ নিয়ে বসে থাকে ওই মনোযোগের কাজটি সৃষ্টি করতে হবে পড়ালেখার প্রতি।

 

আপনার সন্তানের খুব সহজেই পড়ালেখার প্রতি আসক্তি আনা যায়।

 

উদাহরণস্বরূপ আমরা যদি বলি, আপনার সন্তান কোনো গেইম খেলতে গিয়ে প্রথম দিন সেই খেলাটা একেবারেই এক বিরক্তির কারণ বলে মনে করবে। কিন্তু সেই বিরক্তিকে মেনে নিয়ে, যদি সে পরের দিনও গেইমটা খেলতে বসে, সেইদিনও মনে বিরক্তির কারণ বলে মনে হবে। কিন্তু যদি সে একনাগাড়ে ৪/৫ দিন গেইমটা খেলতে বসে, তখন দেখা যাবে আস্তে আস্তে খেলাটা অনেকটা সহজ মনে হবে। ৬ দিনের মাথায় খেলাটার প্রতি একটা আকর্ষণ কাজ করবে। খেলাটা খেলতে মন চাইবে। যতক্ষণ খেলবে, তারপরও আরও বেশি করে খেলতে মন চাইবে।

 

অনুরূপভাবে পড়ালেখার ব্যাপারটাও এরকম।প্রথম দিন পড়তে বসলে এক ঘণ্টার মধ্যেই বিরক্তি চলে আসবে। সেই প্রথমদিকের এক ঘণ্টাকে মনে হবে মহাকালসম। এই এক ঘণ্টার ভার মনে হবে বুকে পাহাড় রেখে দেওয়ার মত অসহ্য, বই খাতা চরম শত্রু। কিন্তু এক ঘন্টার অথবা শুরুর এই বিরক্তির সময়টিতে পড়ার টেবিল ছেড়ে যাতে আপনার সন্তান উঠে না যায় এদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে।

কেননা আমাদের অধিকাংশ মানুষ ঠিক এই জায়গাটাতেই ভুলটা করি। পড়ালেখা যখন শুরুর দিকেই বিরক্তি লাগে, তখনই শিক্ষার্থীরা পড়া থেকে উঠে আসতে চায়। কিন্তু ওই যে আপনার সন্তান যতক্ষণ না সেই বিরক্তিটাকে মেনে নিয়ে দীর্ঘ সময় পাড়ি দিচ্ছে, ততক্ষন ব্যাপারটা তার কাছে গেমের মত নেশা হচ্ছে না, বিরক্তিতেই থেকে যাচ্ছে। তাই এই পড়ালেখাটা আজীবনের জন্য আর নেশা হয়ে উঠে না।সাহস করে পড়ালেখার বিরক্তিটাকে সাথে নিয়ে দীর্ঘ সময় অতিক্রম করছে না।

 

এক্ষেত্রে একজন অভিভাবক হিসেবে আপনাকে এমন ভূমিকা পালন করতে হবে যাতে আপনার সন্তান বইয়ের পড়া ছেড়ে উঠে না আসে।

 

মনে রাখবেন, প্রথমদিন পড়তে বসলে বিরক্তি আসবেই। ৫/৬ ঘণ্টা চেয়ারে তবু বসিয়ে রাখুন সন্তানকে। তারপরে বসে থাকতে আর মন চাইবে না, পড়তে মন চাইবে না। তবু বসিয়ে রাখুন বই সামনে দিয়ে। এইভাবে বিরক্তিকে সাথে নিয়ে অন্তত ২/৩ দিন কিংবা বেশি হলে ৪/৫ দিনই সন্তানকে বই দিয়ে বসিয়ে রেখে দেখুন, ৬ দিনের দিনে গিয়ে আপনার সন্তানের পড়ার প্রতি নেশা জন্মাবে, আগ্রহ আসবে। ৭ দিনের দিনে ঠিকই সে পড়তে বসতে চাইবে, তার কাছেনপড়া ভালো লাগবে, সে পড়ালেখাকে ভালবেসে নেশা বানিয়ে ফেলবে সাহস করে। আর পড়ালেখার এই নেশাই তাকে সঠিক পথে পরিচালিত করবে।

লেখক:
মো. ফারুকুল ইসলাম
সিনিয়র শিক্ষক
নজরুল মেমোরিয়াল একাডেমী, কুমিল্লা।

Last Updated on April 5, 2024 4:01 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!