‘ভালো থাকিস সবাই। এই দায়ভার কারও না। একান্তই আমার’… শনিবার বিকেলে নিজের ফেসবুক স্টোরিতে এমন পোস্ট দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার অনিক।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: মোশাররফ হোসাইন।
জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকার নিজ বাসায় আত্মহত্যা করেন অনিক। পরে পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে নিজের ফেসবুক আইডির স্টোরিতে আত্মহত্যা করার ইঙ্গিত দেন অনিক।
অনিকের সহপাঠী সাঈদ আনাস জানান, অনিক তার মা ও নানুর সাথে টমছম ব্রীজ এলাকায় থাকতেন। ঠিক কী কারনে আত্মহত্যা করতে পারে অনিক এমন ধারণা অস্পষ্ট।
Last Updated on September 24, 2023 11:49 pm by প্রতি সময়