সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল

আবু জাহেরের জয়ে গত নির্বাচনের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো ব্রাহ্মণপাড়া উপজেলায়

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৪ দেখা হয়েছে

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরীকে প্রায় চার হাজার ভোটের ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ আবু জাহের জয়লাভ করেছেন।তিনি প্রয়াত উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু জাহের ছোট ভাই।এর আগের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ আবু  তাহের।তিনি মৃত্যুবরণ করায় উপজেলা চেয়ারম্যান পদটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করেন।

বহস্পতিবার (১০ডিসেম্বর) অনুষ্ঠিত কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ আবু জাহের ৪০ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের নৌকা প্রতীকের আলহাজ মো. জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৬৩৯ ভোট।আবু জাহেরের জয়ের মধ্য দিয়ে গত নির্বাচনের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো ব্রাহ্মণপাড়া উপজেলায়।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার ৫৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১ লাখ ৬০ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৭ হাজার ২২৯জন।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই আওয়ামী লীগ প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের চেষ্টা চালায়।সকাল সোয়া ৯টার দিকে দুলালপুর স্কুল ভোটকেন্দ্র দখলের চেষ্টা চলছে এমন খবর পেয়ে সাংবাদিকদের একটি টিম সেখানে পৌঁছলে তাদের ওপর হামলা চালায় নৌকা প্রতীকের লোকজন।  এতে আহত হয় অন্তত চার সাংবাদিক।এঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যায়। ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী।ভোটাররাও নির্বিঘ্নে ভোট দেয়া শুরু করে। যদিও কেন্দ্রগুলোতে বেলা ১১টার পর থেকে ভোটার উপস্থিতি কম ছিল।

রাত ৮ আটটার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণায় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আলহাজ মোহাম্মদ আব জাহের বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার খবরে গোটা উপজেলায় জাহের সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইতে শুরু করে। শীতের হিমেল হাওয়ায় আনন্দ উল্লাসে সরগরম হয়ে উঠে আবু জাহেরের সমর্থকরা।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।

Last Updated on December 10, 2020 10:25 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102