প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল সিনিয়র সচিব হয়েছেন।
বুধবার (২০ জানুয়ারি) মোস্তফা কামালকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
গত বছরের ৬ জুলাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান মোস্তফা কামাল।
২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।
সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
Last Updated on January 20, 2021 9:42 pm by প্রতি সময়