কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ফজল মাস্টারের বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে এবং মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ওই গ্রামের আবুল ফজল মাস্টারের ছেলে মনিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের আটক আসামিকে শুক্রবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Last Updated on June 10, 2023 12:10 am by প্রতি সময়