রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আয়োজনের সর্বোচ্চটা করতে চাই : মতবিনিময় সভায় এমপি বাহার

সাদিক মামুন
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১৪০ দেখা হয়েছে
# বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার অনুষ্ঠানমালার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসবে আনন্দ উদযাপনের আসর। আর এ আয়োজন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১২টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের বর্ণিল আয়োজনের আদ্যোপ্রান্ত তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

তিনি বলেন,বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৬টায় নগর শিশু উদ্যানের সামনে বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।সকাল ৯টায় রামঘাটদলীয় কার্যলয়ের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। মিলাদ ও দোয়া মাহফিল। এতিম ও দুঃস্থ মানুষের মাঝে মিষ্টি বিতরণ।আলোচনা সভা।

এমপি বাহার বলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ মার্চ উৎসবমুখর  আয়োজন দেখবে কুমিল্লাবাসী।বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি।

এদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হবে।শতকন্ঠে ধ্বনিত হবে জাতীয় সংগীত আর বাঁজবে জাতির পিতার জন্মশত বার্ষিকীর থিম সং।কাটা হবে ১০০ পাউন্ড ওজনের কেক। উপস্থিত থাকবে ৫শ’ এতিম শিশু।ফুটানো হবে ১০০ আতশবাজি। জাতীয় পর্যায়ের শিল্পীরা সঙ্গিত পরিবেশন করবেন।থাকবে ব্যান্ড শিল্পীরাও।নৃত্য পরিবেশন করবে ঢাকার জনপ্রিয় নৃত্যশিল্পীরা। থাকবে রাজশাহী থেকে আগত শিল্পীদের পালা গান।আর চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত শিল্পীরা শোনাবেন গম্ভীরা।

এমপি বাহার আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আর এ স্বাধীন বাংলাদেশ পাওয়াতে আমরা গর্ব করে আমাদের পরিচয় তুলে ধরতে পারি।তাই আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আয়োজনের সর্বোচ্চটা করতে চাই। মুজিববর্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানুক।

# মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

মতবিনিময় সভায় এমপি বাহার উপস্থিত হওয়ার আগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আয়োজনের নানা দিক নিয়ে কথা বলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।তিনি বলেন,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির পরিকল্পনা ও তত্ত্বাবধানে কুমিল্লা স্টেডিয়ামে আমরা একটি জমকালো অনুষ্ঠান কুমিল্লাবাসীকে উপহার দেব। স্বাস্থ্যবিধি মেনে পুরো স্টেডিয়ামে তিন হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও নগরজুড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি সংবলিত জন্মশতবর্ষের ফেস্টুনের পাশাপাশি দলীয় কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সুউচ্চ স্থাপনা, বড় বড় শপিংমলে আলোকসজ্জ্বা করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 16, 2021 8:45 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102