বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিচার ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বাড়ছে : জেলা ও দায়রা জজ বুড়িচংয়ে ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৫ কি. মি. যানজট -স্নান উৎসবে যাওয়ার পথে যানজটে আটকা পড়া একটি গ্রুপের দুপুরের রান্না মহাসড়কের পাশে সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আমার সাথে ঘুরে আমার দেশ,ঘুরে লাল সবুজের পতাকা –পর্যটক আসমা আজমেরি

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ২৩৪ দেখা হয়েছে

‘আমি আমার দেশের পাসপোর্টেই পৃথিবী ঘুরছি। আমার সাথে ঘুরছে আমার দেশ, আমার লাল সবুজের পতাকা। যে পতাকায় মিশে আছে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর ইতিহাস।

২০০৯ সালে আমার এক বন্ধুর মা আমাকে নিয়ে টিপ্পনি কেটে বলেছিলেন মেয়েরা চাইলেই বিশ্বভ্রমণ করতে পারেনা। তুমিও পারবেনা। একথা থেকেই আমার মনে জেদ জন্ম নেয়। আর সেই জেদ ধরেই ২০০৭ সালে নিজের গহণা বিক্রি করে ২১ বছর বয়সে থাইল্যান্ড দিয়ে শুরু হয় আমার প্রথম ভ্রমণ। এরপর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।বাংলাদেশের সবুজ পাসপোর্টে গত দশ বছরে পৃথিবীর ১১৫টি দেশ ভ্রমণ করেছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জার কলে দেশ ভ্রমণের খুঁটিনাটি নিয়ে অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর সাথে উপরের কথাগুলো বললেন বাংলাদেশের অন্যতম নারী পর্যটক কাজী আসমা আজমেরি।

কতোটা চ্যালেঞ্জ, স্বপ্ন ও প্রেরণা নিয়ে শতাধিক দেশ ভ্রমণ করেছেন সেইসব অভিজ্ঞতা ধরেন তিনি। দেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে ৩৩ বছর বয়সী আসমা আজমেরি বলেন, ২০০৭ সালে ২১ বছর বয়সে থাইল্যান্ড দিয়ে শুরু হয় তার ভ্রমণ।

তবে ২০১০ সালে ভিয়েতনামে তিক্ত অভিজ্ঞতার শিকার হোন। ভিয়েতনাম থেকে কম্বোডিয়ায় যেতে চাইলে ইমিগ্রেশনের লোকেরা বাংলাদেশি পাসপোর্ট দেখে তাকে কম্বোডিয়ায় যেতে অনুমতি দেয়নি এবং ২৩ ঘন্টা তাকে আটক করে রাখে। আবার একই বছরে বাংলাদেশি পাসপোর্ট হওয়ায় এবং ঢুকতে দিলে আর রিটার্ন করবেনা এমন সন্দেহে আসমাকে সাইপ্রাসে ইমিগ্রেশন জেলে ২৭ ঘন্টা আটকে রাখা হয়।

আর তখনই তিনি সিদ্ধান্ত নেন, বাংলাদেশি পাসপোর্টেই বিশ্ব ভ্রমণ করবেন। যাতে বাইরের দেশের মানুষ বাংলাদেশের পাসপোর্টকে সম্মানের চোখে দেখে, কোন বাংলাদেশিকে হয়রানি না করে। এরপর থেকেই মানসিক শক্তি নিয়ে পুরোদমে শুরু হয় আসমার পৃথিবী ভ্রমণের পথচলা।

একজন নারী পর্যটক হিসেবে আসমা আজমেরি উল্লেখযোগ্য দেশের মধ্যে ভারত, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, সাইপ্রাস, তুরস্ক, মিশর, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড, স্পেন, জার্মানি, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা, কলম্বিয়া, ব্রাজিল, সুইডেন, ডেনমার্ক, ইতালি, হাঙ্গেরি, নরওয়ে, কুয়েত, কাতার, ফিলিপাইন, রাশিয়া, কানাডা, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পর্তুগাল, গ্রীস ভ্রমণ করেন।

পর্যটক আসমা আজমেরি বলেন, দশ বছরে বাংলাদেশের সবুজ পাসপোর্টে তিনি জাতিসংঘের স্বীকৃত ১১৫টি দেশ ভ্রমণ সম্পন্ন করেছেন। তিনি বলেন, ভ্রমণের সময় তার সাথে থাকতো লাল সবুজের পতাকা। এ পতাকাই তার দেশপ্রেমের চিহ্ন। পৃথিবীর বিভিন্ন ভাষার মানুষের কাছে তিনি পজেটিভ বাংলাদেশের কথা তুলে ধরেছেন। শুনিয়েছেন বাংলার নারীদের পরিশ্রমের কথা।

শুনিয়েছেন বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সোনার বাংলার কথা। আসমা বলেন, তিনি যেদেশেই পা রাখেন, সেখানে তার ভ্রমণ শুরু হয় সে দেশের জাদুঘর দর্শনের মধ্যদিয়ে। কেননা একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে জাদুঘর বড় ভূমিকা রাখে।

দেশ-বিদেশের পত্র-পত্রিকা, রেডিও টেলিভিশন সব মাধ্যমেই তিনি ভ্রমণের প্রসঙ্গ নিয়ে যখনই কথা বলেছেন তখনই বাংলাদেশকে আলোকিত করেছেন।আর শুধু নিজের ভ্রমণ নয়, বাংলাদেশের সবুজ পাসপোর্টধারিদের মানুষকেও ভ্রমণের জন্য অনুপ্রাণিত করছেন।

ব্যবসা প্রশাসনে স্নাতক এবং হিউম্যান রিসোর্সে এমবিএ সম্পন্ন করা পর্যটক আসমা আজমেরি দীর্ঘদিন নিউজিলান্ডে রিয়েল এস্টেট, স্টকএকচেঞ্জ ও রেডক্রসের মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করেছেন । বর্তমানে নিজেই একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করছেন।

পর্যটক আসমা আজমেরি বলেন, ‘বিভাগীয় শহর খুলনায় জন্ম হলেও বাবা কাজী গোলাম কিবরিয়ার পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়ি। আর তাই খুলনার প্রতি যেমন জন্মের টান রয়েছে তেমনি  কুমিল্লার প্রতি শেঁকড়ের টান সবসময় আমি অনুভব করি।’

Last Updated on August 1, 2020 2:19 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102