সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার সাংবাদিক নেকবর হোসেনের পিতার ১১তম মৃত্যুবার্ষিকী আজ দেড়যুগ পর কুমিল্লা স্টেডিয়ামে বেঁজে ওঠলো হৃদয়ছোঁয়া দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মিছিল কুমিল্লা স্টেডিয়ামে ১৮ বছর পর শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার দেশের সকল ক্লান্তিলগ্নে স্কাউটরা নিয়োজিত থাকে : স্কাউটার তৌহিদুল কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ সাতজন নিহত চট্টগ্রামে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে আশেকে রাসূলের ঢল # হেদায়তময় জীবনের ঐশী ঠিকানা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত : মাননীয় মোর্শেদে আজম কুমিল্লা টাউনহলের এডহকসহ ২টি উপকমিটি গঠন মুরাদনগরে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ তিতাসে ফসলি জমি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ সহযোগিতা করে : প্রফেসর একেএম সেলিম চৌধুরী যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান মুরাদনগরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুবিতে পিস অ্যান্ড সেইফটি ক্যাফ

আর নয় আদালতের বারান্দায় চায়ের দোকান সবুজ ঘাসে- এবার বিশ্রাম হবে ন্যায়কুঞ্জে

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৪৪ দেখা হয়েছে
কুমিল্লার আদালতে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আপীল বিভাগের সিনিয়র বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান

আদালতের বারান্দা, চায়ের দোকান কিংবা আদালত চত্বরের সবুজ ঘাসের ওপর বসে আর বিশ্রাম নিতে হবে না বিচারপ্রার্থী লোকজনের। আদালতে বসে বিশ্রাম নেওয়ার ভালো কোন অবকাঠামো না থাকায় যুগ যুগ ধরে বিচারপ্রার্থী লোকজনের বিশ্রামের জায়গা হয়ে ওঠেছিল ওই স্থানগুলো। অবশেষে অত্যাধুনিক মানের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ হবে কুমিল্লার আদালত প্রাঙ্গণে। আর এখানেই কমপক্ষে একসঙ্গে একশ জনের বসার উপযোগী বিশ্রামাগার হচ্ছে। ন্যায়কুঞ্জ নামে অত্যাধুনিক বিশ্রামাগারে থাকবে শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা ও স্ন্যাকস কর্ণার।

 

বুধবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীগণের জন্য এক হাজার বর্গফুটের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুপ্রিম কোর্ট আপীল বিভাগের সিনিয়র বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আদালতে বিচারপ্রার্থী মানুষরা এলে অনেকক্ষণ থাকতে হয়। কিন্ত তাদের বসা বা বিশ্রাম নেওয়ার মতো ভালো কোন ব্যবস্থা গড়ে ওঠেনি। এই বিষয়টি বাংলাদেশের প্রধান বিচারপতি অনুধাবন করে দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবটি গ্রহণ করে একনেকের বৈঠকে অনুমোদন দেওয়ার পর দেশের ৬৪ জেলায় ন্যায়কুঞ্জ স্থাপনের জন্য ৩৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে। যার কার্যক্রম চলছে।গত বছরের আগষ্টে গত বছরের আগস্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন। কুমিল্লার আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নির্মাণ হওয়ার পর এটির যতেœ যাতে কোনরকম অবহেলা না হয়।এখানে কেবল বিচারপ্রার্থী লোকজন বিশ্রাম নেবেন। এখানে বাইরের লোকজন, আদালতের মুহুরীরা বসে যাতে পরিবেশ নষ্ট না করে এব্যাপারেও খেয়াল রাখতে হবে।এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগার হিসেবে ব্যাপক গুরুত্ব বহন করবে।

বিচারপতি মো. নুরুজ্জামান আরও বলেন, কুমিল্লা জেলা প্রশাসকের একটি প্রস্তাবের প্রেক্ষিতে ন্যায়কুঞ্জ’র পাশাপাশি আদালতে মামলা সংক্রান্ত কাজে আসা সরকারি কর্মকর্তা, পুলিশ, ডাক্তারদের জন্য আরেকটি বিশ্রামাগার করার ব্যাপারে মাননীয় প্রধান বিচারপতির কাছে বিষয়টির প্রস্তাব করবো। যাতে করে এই প্রকল্পটির সাথে যুক্ত করে আরেকটু জায়গা বাড়িয়ে আরেকটি বিশ্রামাগার করা যায়।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) জাহিদুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোয়াজ্জেম হোসেন, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোসাঃ মরিয়ম মুন মুঞ্জুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুল্লাহ আল মামুন, শ্রম আদালত চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মো. আমীনুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন, কুমিল্লা বারের সভাপতি আহসান উল্লাহ খন্দকার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মীর রাসেদুল করিম।

 

জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আইনাঙ্গনের ব্যক্তিবর্গের মধ্যে সরকারি কৌসুলি অ্যাডভোকেট তপন বিহারী নাগ,পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, সাবেক পিপি মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান আদালত চত্বরে একটি নিম গাছের চারা রোপন করেন। পরে তিনি কুমিল্লা বার মিলনায়তনে আইনজীবীদের সাথে মতবিনিময়ে মিলিত হন।

Last Updated on June 7, 2023 10:03 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102